Feature by tag keep the room cool

গরমের তীব্রতা বাড়ছেই। বিগত কয়েক মাসে ঢাকার মানুষ টানা যে গরম দেখেছে তা দেখা যায়নি এর আগের কোন বছরে। অতিরিক্ত গরমে একদিকে হাসফাঁস উঠছে নগরবাসীর মধ্যে অন্যদিকে দেখা দিচ্ছে নানাবিধ রোগ। অনেক ক্ষেত্রে তীব্র গরম আর পানি শূণ্যতা কারনে হিট স্টোক এর ঘটনা হতে পর্যন্ত শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে সকলের উদ্বেগের বিষয় কি করে গরমের অস্বস্তি থেকে নিজেদের সুরক্ষিত রাখা যায়। গরম সইতে না পেরে যাদের সামর্থ্য নেই তারাও এখন ছুটছে এয়ারকন্ডিশন কিনতে। রাজধানীর বহু শো-রুমে এখন সংকট তৈরি হয়েছে বিলাসী এই পণ্যটির। কারন একসাথে এত এসির চাহিদা এর আগে কখনই তৈরি হয়নি। বড় বড় কোম্পানিগুলোও গ্রাহকের অতিরিক্ত চাহিদা পূরণে হিমশীম খাচ্ছে। আবার এসি কিনলেই সমাধান হয়ে যাচ্ছে তাও নয়। অনেক এলাকায় এখন তীব্র লোডশেডিং হচ্ছে । রাজধানীতে যত পরিবার বাস করে তার মধ্যে খুবই অল্প সংখ্যক পরিবারের সব রুমে এয়ার কন্ডিশন রয়েছে। যাদের বাসায় এখনো এসি নেই তারাও চায় বাড়ির প্রতিটি রুম ঠান্ডা থাকুক। তবে চাইলেই তো আর হবেনা, রুমগুলো ঠান্ডা রাখতে কিছু টিপস নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই।